চট্টগ্রাম: চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন ও তিনটি সিআর পরোয়ানাভুক্ত ৩জনসহ চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আসামিরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন (আবছার), মো. মজিবুল হক, দিলুআরা বেগম ও মো. আদর হোসেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
বিই/টিসি