ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, ডিসেম্বর ২৩, ২০২২
অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭ ...

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২),  দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯) এবং মো. আনিছ (২৬)।

পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় একটি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়।

অভিযোগ পেয়ে গত ২১ ডিসেম্বর থেকে আজ শুক্রবার পর্যন্ত নগরের ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালায় পুলিশ। অভিযানে আঞ্চলিক সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চোর চক্রের মূলহোতা সুমনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার (২৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩,  ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।