চট্টগ্রাম: সিএনজি অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯) এবং মো. আনিছ (২৬)।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় একটি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চোর চক্রের মূলহোতা সুমনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার (২৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এআর/পিডি/টিসি