চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আরও গরীব হয়ে গেছে। আগে যেখানে দারিদ্র্যের সীমা ২০ শতাংশের নিচে ছিলো, সেই সীমা এখন ৪০ শতাংশে উঠে গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরের ওয়াসা মোড়ে চট্টগ্রাম মহানগের, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেক বাধাবিপত্তি, পরিবহন ধর্মঘট ও হামলার পরও সব বিভাগের সমাবেশ সফল হয়েছে।
ঢাকা বিভাগীয় গণসমাবেশে ১০ দফা ধোষণার কথা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে জনগণ আমারেকে রায় দিয়েছে। সকলে এই ১০ দফাকে সমর্থন করেছে। এবার দাবি আদায়ে ফয়সালা হবে রাজপথে। আমরা এই ১০ দফা দাবি আদায়ের জন্য প্রথম কর্মসূচি পালন করছি গণমিছিল।
এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
এদিকে গণমিছিলে যোগ দিতে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে নগরে আসেন বিএনপি ও অঙ্গসংগনের নেতা-কর্মীরা। বিএনপির গণমিছিল-পূর্ব সমাবেশের কারণে চট্টগ্রামের ওয়াসা মোড়ে থেকে আলমাস সিনেমা হল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো প্রায় দেড় ঘণ্টা। ফলে পথচারীদের পায়ে হেঁটে বা বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে হয়েছে।
পরে সমাবেশ শেষে ওয়াসা মোড় থেকে শুরু হয়ে গণমিছিলটি তিনপোল এলাকায় গিয়ে শেষ হয়। এ মিছিলের কারণে নগরের এনায়েত বাজার, কাজীর দেউড়িনজ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এমআই/পিডি/টিসি