চট্টগ্রাম: ফটিকছড়িতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মুহাম্মদ ওসমান (২২) উপজেলার মির্জাহাট এলাকার পূর্ব কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণহাট ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওসমান মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূজপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বাংলানিউজকে বলেন, গহিরা-হেঁয়াকো সড়কে উত্তর প্রান্ত থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ওসমানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমআর/টিসি