ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অননুমোদিত প্রসাধনী বিক্রি, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
অননুমোদিত প্রসাধনী বিক্রি, লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরে অবৈধ ও অননুমোদিত প্রসাধনীর বিক্রির বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিএসটিআই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

অভিযানে অবৈধ উপায়ে আমদানি এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে খুলশী মার্টকে ৭০ হাজার টাকা ও কামাল স্টোর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷ 

এছাড়া কোনও ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির দায়ে মিনা বাজার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।  

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকল প্রকার অবৈধ ও ভেজাল প্রসাধনী, শিশুখাদ্যে এবং শুল্ক ফাকি দেওয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।