ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৫ আ.লীগ নেতার গণসংবর্ধনা ৩১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
চট্টগ্রামের ৫ আ.লীগ নেতার গণসংবর্ধনা ৩১ ডিসেম্বর

চট্টগ্রাম: কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী পরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে গণসংবর্ধনা ৩১ ডিসেম্বর (শনিবার) দেওয়া হবে। এর আগে এ গণসংবর্ধনা অনুষ্ঠান ৩০ ডিসেম্বর (শুক্রবার) হওয়ার কথা ছিল ।

বুধবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী শনিবার সকাল ১১টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধিত কেন্দ্রীয় নেতারা হলেন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

গণসংবর্ধনায় আওয়ামী লীগের সকল থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিফুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।