চট্টগ্রাম: নগরের সিটি সেইট এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস।
শব্দ দূষণের দায়ে ২০টি মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা ও ৪৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন আদালত।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন ও হাছান আহম্মদ, হিসাবরক্ষণ কমকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন ও মো. মনির হোসেন, চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের নমুনা সংগ্রকারী মোজ্জাম্মেল হক।
পরে শব্দ দূষণ রোধে সচেনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআর/পিডি/টিসি