ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।   

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদর ইছাখালীতে সংগঠনের সভাপতি মো. নাছির উদ্দীন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহ সভাপতি হেলাল তালুকদার, আজিম উদ্দিন, মো. মহসিন, মো. দিদারুল আলম, মো. মুছা তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, কাঞ্চন মিয়া, চন্দ্রঘোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হোসেন, পোমরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. জামাল, মরিয়মনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জমির, মাশাল টিটু, মো. মুসলিম উদ্দিন টিপু, বেতাগী ইউনিয়ন সভাপতি টিসু কুমার দেব, পারুয়া ইউনিয়নের সভাপতি আবু তৈয়ব, মিজানুর রহমান মিজান, মাসুদ টিপু, মো. সায়মন, মো. সেলিম, আবদুর রহিম প্রমুখ।

 

বক্তারা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাছান মাহমুদের এ অর্জনে রাঙ্গুনিয়াবাসী গর্বিত।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।