চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর উত্তর পাশে ক্রেনবাহী গাড়ির চাপায় কাঞ্চন দেবনাথ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার পুলিন বিহারী দেবনাথের ছেলে।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ বাংলানিউজকে বলেন, শাহ আমানত ব্রীজের উত্তর পাশে ব্রীজ থেকে নামার সময় ক্রেনেবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআর/পিডি/টিসি