ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
অসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করেছে সরকার ...

চট্টগ্রাম: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী বলেছেন, বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোসও হয়। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।

আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়নের মাধ্যমে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনি অধিকার নিশ্চিত করছে সরকার।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় এসব কথা বলেন।

 

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার রুমী বলেন, দেশের ৬৪ জেলার আদালতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে। এটা সরকারের মহৎ একটি কার্যক্রম। তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাসেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।