ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
আনোয়ারায় আগুনে পুড়লো ৫ দোকান ...

চট্টগ্রাম: আনোয়ারার বটতলী রুস্তমহাটে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বটতলী ইউনিয়নের শাহ্ মোহছেন আউলিয়া মাজার সড়ক সংলগ্ন রুস্তমহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আগুনে পুড়েছে মুদি দোকানের গুদাম, ওষুধের দোকান, টেইলার্স, বেকারি ও যন্ত্রাংশ মেরামতের দোকান।

 

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।