চট্টগ্রাম: জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য খেলাধুলার কোনও বিকল্প নাই। সেইসঙ্গে আমাদের সামাজিক এবং মানসিক অবক্ষযয় দূর করার জন্য নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করা প্রয়োজন।
সোমবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল যুব গেমস’র চট্টগ্রাম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ব্যস্ত এই বন্দরনগরীতে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৫-৭ বছরের মধ্যে অলিম্পিক পর্যায়ে পদক লাভের সক্ষমতা অর্জনে চট্টগ্রামের উপজেলা পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ কার্যক্রম শুরু করছে সিজেকেএস।
অনুষ্ঠানে আরও রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন ও লে কর্নেল মো. মুনিরুজ্জামান।
্
প্রতিযোগিতার আটটি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, দাবা, ঊশু, কারাতে, ব্যাডমিন্টন, তায়াকান্দো ও টেবিল টেনিস। চট্টগ্রামের ১৫ উপজেলাসহ নগরের প্রতিযোগীরা আটটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
বিই/পিডি/টিসি