ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যৌন হয়রানির ঘটনায় চসিক শিক্ষককে বদলির পর সাময়িক বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
যৌন হয়রানির ঘটনায় চসিক শিক্ষককে বদলির পর সাময়িক বহিষ্কার বহিষ্কৃত প্রধান শিক্ষক আলাউদ্দিন হোসাইন

চট্টগ্রাম: ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বদলির পর এবার সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গঠন করেছে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও।

 

সোমবার (২ জানুয়ারি) কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন হোসাইনকে সাময়িক বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের সচিব খালিদ মাহমুদ।  

তিনি বলেন, অভিযোগ তদন্তে চসিকের তিন সদস্যের কমিটি কাজ করছে।

প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।  

সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি বিধিমালা ২০১৯ এর ৫৫ ধারা মোতাবেক চাকরি থেকে মো. আলাউদ্দিন হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাপ্য হবেন।  

যৌন হয়রানিতে অভিযুক্তকে বদলি করেই দায় সেরেছে চসিক

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।