ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
দুই রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে দুই রোহিঙ্গাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার দুই রোহিঙ্গা হলো- নুর হাশিম, ও মো খালেদ। বাকি তিন জন হলো- মো. শফিক, মিঠুন হোসেন এবং ফাতেমা বেগম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বাংলানিউজকে বলেন, রোববার রাতে একাদিক অভিযান চালিয়ে শাহ আমানত সেতুর টোল প্লাজার উত্তর পাশ থেকে দুই রোহিঙ্গাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।