চট্টগ্রাম: নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ভবনের তিনতলার কার্নিশে ৩ দিন আটকে ছিল একটি বিড়াল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বিড়ালটিকে উদ্ধার করেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের এক নম্বর রোডের মাহফুজা ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বাংলানিউজকে বলেন, কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি অফিসে ফোন দিয়ে জানান তাদের পাশের ভবনের তিনতলার জানালার কার্নিশে একটি বিড়াল আটকা পড়েছে।
চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, আমরা তিনদিন ধরে মাহফুজা ভবনের তিনতলার কার্নিশে বিড়ালটিকে আটকে থাকতে দেখি। আমি দুইদিন খাবার দিয়েছি। এরপর সকালে আমার ভাগিনা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিড়ালটিকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিই/পিডি/টিসি