ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি প্রেসক্রিপশনে কোনও নির্বাচন হবে না: নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
বিদেশি প্রেসক্রিপশনে কোনও নির্বাচন হবে না: নাছির ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। যারা তত্বাবধায়ক সরকার চান তারা আদালত মানেন না, সংবিধান মানেন না।

আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী। জনগণের প্রত্যাশা ও প্রত্যয় অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন হবেই।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণঅবস্থান কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নয় জানিয়ে নাছির উদ্দীন বলেন, অতীতে আমরা জামাত-বিএনপির আগুণ সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে হত্যা করতে দেখেছি। এমনকি থানা, সরকারি অফিস- আদালতেও আগুণ দিয়ে সম্পদহানী করতেও দেখেছি। কিন্তু জনগণ তা সহ্য করেনি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই মধ্যযুগীয় বর্বরতাকে প্রতিহত করেছি।  

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নগর সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইছহাক ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ।  

এছাড়া অলংকার মোড়, বহদ্দারহাট, অক্সিজেন মোড় ও ইপিজেড মোড়ে একই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।