ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে নতুন ১০ ডায়ালাইসিস মেশিন চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
চমেক হাসপাতালে নতুন ১০ ডায়ালাইসিস মেশিন চালু ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি ওয়ার্ডে নতুন ১০টি ডায়ালাইসিস মেশিনে সেবা চালু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) থেকে এসব মেশিনে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

এ নিয়ে মোট ১৭টি মেশিনে রোগীদের ডায়ালাইসিস সেবা চলছে।

আগে ৪টি মেশিনে নিয়মিত ডায়ালাইসিস করা হতো।

বর্তমানে ৯টি মেশিন বসানো হয়েছে কিডনি ওয়ার্ডে। কোভিড ওয়ার্ডে আগে তিনটি ডায়ালাইসিস মেশিন ছিল। সেখানে আরও একটি মেশিন বসানো হয়েছে।

সম্প্রতি বেসরকারি ডায়ালাইসিস প্রতিষ্ঠান স্যানডর ভর্তুকি কমিয়ে দেওয়ায় রোগী ও স্বজনদের আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চমেক হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন দেয়। চালু হওয়া ১৭টি মেশিনের সাহায্যে প্রতিদিন তিন সেশনে ৫১ জনকে ডায়ালাইসিস সেবা প্রদান করা যাবে।  

চমেক হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমা বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় নতুন মেশিন চালু হওয়ায় কিডনি রোগীদের সেবা পরিধি বেড়েছে। ৬ মাসের ডায়ালাইসিস বাবদ সরকারিভাবে ২০ হাজার টাকা ফি নির্ধারণ করা আছে। সে হিসেবে প্রতি সেশনে ৪১৭ টাকায় একজন রোগীর ডায়ালাইসিস করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।