ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার

চট্টগ্রাম: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি নিয়ে আলোচনার আশ্বাসে কর্মবিরতি স্থগিত করা হয়েছে।  

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।

এর আগে সকাল থেকে দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছিল চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে বিল অব এন্ট্রি দাখিল, শুল্কায়ন কার্যত বন্ধ হয়ে পড়ে।
এ সময় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টম হাউসের ফটকে সমাবেশ করেন।  

 চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) বাংলানিউজকে বলেন, সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ শুরু করেন।

তিনি জানান, আমাদের দাবির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আগামী ৭ ফেব্রুয়ারি আলোচনার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।  

কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারাদেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।