ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি শিরীষতলায় প্রমার বসন্ত উৎসব ১৪ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
সিআরবি শিরীষতলায় প্রমার বসন্ত উৎসব ১৪ ফেব্রুয়ারি ফাইল ছবি

চট্টগ্রাম: বসন্তের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি সিআরবি শিরীষতলায় প্রমার আয়োজনে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। এতে নাচ, গান, আবৃত্তির পাশাপাশি চট্টগ্রামের লোকগান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বিপরীতে প্রমা কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রস্তুতি সভা। প্রমা আবৃত্তি সংগঠন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাঙালি সংস্কৃতির  নানা বিষয় নিয়ে বসন্ত উৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ও রেডিও টুডের হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল সঞ্চালনায় সাংবাদিক প্রণব বল, মিন্টু চৌধুরী, মো. মহিউদ্দিন, তাজুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, এসপ্রকাশ পাল, সাঈদ সবুজ, প্রমার সহ সভাপতি ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সদস্য নাট্যশিল্পী কংকন দাশ,  আবৃত্তিশিল্পী জেরিন মিলি, স্বপন দাশ, মোহিত বিশ্বাস, শারমিন রীমা, সাহেলী তাহের, মঞ্জুর মুন্না, এটিএম সাইফুর রহমান, রুনা চৌধুরী, মামুরা মমতাজ দীপা, রোমেনা আফাজ রুমী, রাজু দাশগুপ্ত, তাসলিমা আক্তার বৃষ্টি, আচরারুল হক, ডা. সুমিষ্ঠা বড়ুয়া, রূপশ্রী সেনগুপ্তা, তৃষিতা চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।

বসন্ত উৎসব প্রস্তুতি সভায় চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সংগীত, আবৃত্তি ও নৃত্য দলগুলোর পরিবেশনা ও সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। গত ১০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে পহেলা বসন্তকে ঘিরে বসন্ত উৎসব করছে প্রমা আবৃত্তি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।