ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে পুঁজি সংগ্রহে আগ্রহী অনেকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে পুঁজি সংগ্রহে আগ্রহী অনেকে ...

চট্টগ্রাম: দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডের (আইআইএমকে) উদ্যোগে কোম্পানি ভ্যালুয়েশন শীর্ষক সেমিনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. অভিলাষ শ্রীকুমার নায়ের।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সেমিনারে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, পরিচালক সাজির আহমেদ ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম)-সহ বিভিন্ন করপোরেট হাউসের নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, যেকোনো ব্যবসা সম্পর্কিত আলোচনায় কোম্পানি ভ্যালুয়েশন সর্বদাই মূল আলোচ্য বিষয়।

বর্তমানে আমাদের এ অঞ্চলের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতে স্থানীয় ব্যবসাগুলো অনেকটাই নিজ অর্থায়ন, ব্যাংক লোন অথবা পুনঃবিনিয়োগের মাধ্যমে বিকশিত হয়েছে। কিন্তু আরো বড় পরিসরে বিনিয়োগের জন্য অনেকেই পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে ক্যাপিটাল সংগ্রহে আগ্রহী হচ্ছেন। এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়নের ফলে বিদেশি বিনিয়োগের আগ্রহ লক্ষ্যণীয়। বিশেষ করে আমাদের বেসরকারি খাতে মার্জার, একুইজিশন বা যৌথ উদ্যোগে বিনিয়োগের বেশ সুযোগ রয়েছে এবং এ সব ক্ষেত্রেই প্রতিটি প্রতিষ্ঠানের যথাযথ ভ্যালুয়েশন অত্যন্ত জরুরি।    

ইঞ্জিনিয়ার আলী আহমেদ কোম্পানি ভ্যালুয়েশনের মতো একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার আয়োজনের জন্য চেম্বার, বিসিই এবং বিশেষ করে আইআইএমকে’র প্রতি ধন্যবাদ জানান।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডে’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. অভিলাষ শ্রীকুমার নায়ের তথ্যচিত্রের মাধ্যমে কোম্পানি ভ্যালুয়েশনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।  

ভারতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকোডে সাউথইস্ট এশিয়া  ও বিশ্বের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে বিবেচিত। তথ্য ও জ্ঞান আদান-প্রদান এবং আন্তর্জাতিকমানের দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকোডের (আইআইএমকে) সঙ্গে বাংলাদেশে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) এক্সক্লুসিভ নলেজ কো-অপারেশন নামে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক গত বছর স্বাক্ষরিত হয়। এই সমঝোতার অংশ হিসেবে এবার চিটাগাং চেম্বারে কোম্পানি ভ্যালুয়েশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান উইম্যান ইউনিভার্সিটিতে দুইটি আলাদা সেশন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
এআর/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।