ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  

চট্টগ্রাম: বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরের ইপিজেডে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইপিজেডের নির্বাহী পরিচালক মো.  আব্দুস সোবহান।

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষ অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

উপস্থিত ছিলেন বেপজা পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. কাউছার আলী সরকার এবং শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪টি হাউসের ২ হাজার শিক্ষার্থী ৭৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।

মেঘনা হাউস  ২১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন ও কর্ণফুলী হাউস ১৪৩টি পদক পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।