ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস-লরি সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বাস-লরি সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৬ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছে ২৬ জন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

বাসটি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলো।  

আহতরা হলেন- নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ইয়াছির উদ্দিন (৪৫), সজিব (২১), আনিসুর রহমান (৩৫), তানভির (২০), হারুনুর রশিদ (২৮), লোকমান হাকিম (৪০), শামিম (২৪), মোবারক (৪০), পিলু (২৫), সম্পা (২৫), আবু কাউছার (২৫), মো. রাজু (২৪), আনোয়ার (২৫), রাসেল (২৪), রানা (২৫), সিরাজ (২৬), রনি (২৩), হাসান (২৫) হৃদয় (২৪), মামুন (২৫), সজিব (২৫), জাকির (২৪) ও আনোয়ার (২৫)।

বাসযাত্রী মো. জাকির বলেন, কক্সবাজারে শিক্ষা সফরে যাচ্ছিলাম। পথে ভোরে সড়ক দুর্ঘটনায় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা সবাই আহত হয়েছে।  সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  পরে ২৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  

হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে ২৬ জনকে সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।