ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
মাদকের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার মাদকের মামলায় মো. জালাল মিয়া (৪৩) নামে এক যুবককে ১৪ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

আসামিরা হলেন- ঢাকা জেলার ডেমরা থানার শুকসী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. জালাল মিয়া।  

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. জালাল মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, নগরের পতেঙ্গা থানার সি-বিচ রোড এলাকা থেকে ২০১৭ সালের ১৪  আগস্ট রাতে মো. জালাল মিয়াকে আটক করে র‌্যাব-৭ । এ সময় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এই মামলায় আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।