ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে ত্রি-মুখী সংঘর্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে ত্রি-মুখী সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপ-গ্রুপগুলোর মধ্যে ত্রি-মুখী সংঘর্ষ চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত রাত ১২টা থেকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

সোহরাওয়ার্দী মোড়ে অবস্থান নিয়েছে বিজয়ের অনুসারীরা।

আমানত হলের সামনে সিএফসির অনুসারীদের অবস্থান ও শাহজালাল হলে অবস্থান নিয়েছে সিক্সটি নাইন।

জানা গেছে, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মমিনুর রহমান আসিফ বিজয় গ্রুপের অনুসারী কর্মী। তাকে সিক্সটি নাইনের অনুসারীরা মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এ গ্রুপটির বিরুদ্ধে সিএফসির অনুসারী ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শাকিলকে মারধরের অভিযোগও রয়েছে। ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়।

বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে তিন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এছাড়া দেশিয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় তিন পক্ষের নেতাকর্মীদের।

এ অবস্থায় ঘটনাস্থলে অবস্থান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ। তিনি বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে থেকে আমরা পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের তিন পক্ষকে শান্ত করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমএ/টিসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।