ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে অপহৃত শিশু ফেনী থেকে উদ্ধার, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ইপিজেডে অপহৃত শিশু ফেনী থেকে উদ্ধার, গ্রেফতার ৬

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে আড়াই বছরে শিশু হৃদয়কে অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক বাংলানিউজকে বলেন, ইপিজেড থানা থেকে অপহৃত আড়াই বছরের শিশু হৃদয়কে ফেনী জেলার দাগনভুঁইয়া থানার গহিন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শিশু হৃদয়কে অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে নগরের বিভিন্ন ও ফেনী জেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিএমপি উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়ে প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে।
 

গত ২৫ জানুয়ারি দুপুরে নগরের ইপিজেড থানার কলসি দিঘী এলাকার সাইক্লোন শেল্টারের (স্কুল) সামনে থেকে হৃদয়ের বড় বোন জান্নাতুলকে খাবার কিনতে পাঠিয়ে কৌশলে হৃদয়কে অপহরণ করা হয়। গত ২৬ জানুয়ারি শিশুর বাবা রবিউল বাদী হয়ে নগরের ইপিজেড থানায় অজ্ঞাতনামা দুইজন মহিলাকে আসামি করে একটি মামলা করেন।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩ 
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।