ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসি সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাকিব-মিশকাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
আইআইইউসি সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাকিব-মিশকাত প্রেসিডেন্ট শহিদুল ইসলাম সাকিব ও সেক্রেটারি মিশকাতুল ইসলাম

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অন্যতম আঞ্চলিক সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের এক বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  

নতুন এই কমিটির জন্য ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীর জীবনবৃত্তান্ত নেওয়া হয়।

সকল যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে শহিদুল ইসলাম সাকিবকে প্রেসিডেন্ট ও মিশকাতুল ইসলামকে সেক্রেটারি করে ৪৯ সদস্যের কার্যকরী কমিটি (২০২৩-২৪) ঘোষণা করা হয়।  

এসময় উপস্থিত অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা নবনিযুক্ত সকলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, নব নির্বাচিত প্রেসিডেন্ট  শহিদুল ইসলাম সাকিব আইআইইউসিতে এমবিএ ২য় সেমিস্টার ও সেক্রেটারি মিশকাতুল ইসলাম আইআইইউসির বিবিএ ফাইনাল বর্ষের শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।