ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

চট্টগ্রাম: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এড ভিশন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন তরেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।  

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প কিছু নেই।

তাই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগে চসিক মেয়রের সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানাই। চট্টগ্রামের স্বার্থে প্রতিটি কাজে মাননীয় মেয়রের ভূমিকা প্রশংসার দাবিদার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ সভাপতি  মো. জামাল হোসেন, মো. নাছির বাঙ্গালী, শিবু প্রসাদ চৌধুরী, মো. হাছান মুরাদ, মো. আবুল হাসেম, সদস্য জেমিন আকতার তুলি, প্রিয়াংকা দাস, রতন বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, মো. জসিম উদ্দিন, এন ডি এইচ রাজু, মো. শরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।