ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এনজিএস ফুডকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এনজিএস ফুডকে ২ লাখ টাকা জরিমানা এনজিএস ফুডে জেলা প্রশাসনের অভিযান।

চট্টগ্রাম: অন্য প্রতিষ্ঠানের গুঁড়োদুধ নিজেদের ব্রান্ড হিসেবে বাজারজাত করায় নগরের কাট্টলী এলাকার এনজিএস ফুড প্রোডক্টসকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সাগর দে নামের এক কর্মকর্তাকে ১৫ দিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

চার মাস আগেও একই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছিল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই ও আকবরশাহ থানা পুলিশ সহযোগিতা করেন।

নিউজিল্যান্ড থেকে গুঁড়োদুধ আমদানি করে বাজারজাতের কথা থাকলেও খোলাবাজার থেকে মেয়াদ ও মানহীন ভেজাল গুঁড়োদুধ কিনে নিজের মোড়কে ছাড়ার অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, এনজিএস ফুড প্রোডাক্টসের কারখানায় অবৈধ উপায়ে দুধ মোড়কজাত করছে এবং খোলা গুঁড়োদুধ এনে ডানো গুঁড়োদুধ ও স্যামা মিল্ক নামক গুঁড়োদুধ এনে নিজেদের নামে মোড়কজাত করছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাই।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা সাগর দে নামের এক কর্মকর্তা ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছি।

কারখানা থেকে দুগ্ধজাতীয় বিভিন্ন উপাদান জব্দ করে বিএসটিআইকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গত অক্টোবরে নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত এ প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চার লাখ টাকা জরিমানা করেছিল। নিউজিল্যান্ড থেকে গুঁড়োদুধ আমদানি করে বাজারজাত করার কথা থাকলেও খোলাবাজার থেকে মেয়াদ-মানহীন ভেজাল গুঁড়োদুধ কিনে নিজের ব্রান্ডের মোড়কে ছাড়ার অভিযোগ রয়েছে অনেক আগ থেকেই।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।