ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন

নাজিরহাটে জাহেদ, বোয়ালখালীতে রাজা আ.লীগের প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নাজিরহাটে জাহেদ, বোয়ালখালীতে রাজা আ.লীগের প্রার্থী এ কে জাহেদ চৌধুরী ও রেজাউল করিম রাজা

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে জাহেদ চৌধুরী। এছাড়া বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নাজিরহাট পৌরসভায় মেয়র এবং বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এ মনোনয়ন দেওয়া হয়।

১৬ মার্চ নাজিরহাট পৌরসভার নির্বাচন ও বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, নাজিরহাট পৌরসভা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ ভোট গ্রহণ হবে। এই পৌরসভায় দ্বিতীয় নির্বাচন হলেও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

অপরদিকে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে।  

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ–সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।