ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের করিডোর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে ওই নবজাতকের নাম-পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বাংলানিউজকে বলেন, রেলওয়ে হাসপাতালের করিডোরে এক নবজাতকের মরদেহ পড়েছিল।

মরদেহটিকে কুকুরে টানা হিঁচড়া করছিল। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নবজাতকের বয়স একদিনের মতো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।