ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিজেকেএস ব্যাডমিন্টন লিগ শুরু বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
সিজেকেএস ব্যাডমিন্টন লিগ শুরু বুধবার

চট্টগ্রাম: জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সেতারা এন্টারপ্রাইজ ও আমিন এন্ড সন্স পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ব্যাডমিন্টন লিগ শুরু হচ্ছে বুধবার (২২ ফেব্রুয়ারি)।

নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাশিয়াম হলে সিজেকেএস ব্যাডমিন্টন লিগের ১ম বিভাগ ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি এবং ২য় বিভাগ ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উাদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি থাকবেন স্পনসর প্রতিষ্ঠান সেতারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লায়ন হাজী আবদুল মান্নান। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান এবং আমিন এন্ড সন্স এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম।  

১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে ১০টি দল অংশগ্রহণ করবে। এগুলো হলো: নবীন মেলা, ওপিএ, কাস্টমস স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, কোয়ালিটি ব্লুজ, পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীণ, আগ্রাবাদ কমরেড ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ।

২য় বিভাগ ব্যাডমিন্টন লিগে ১৬টি দল অংশগ্রহণ করবে। এগুলো হলো: চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা), ক্রিসেন্ট ক্লাব, নিমতলা লায়ন্স ক্লাব, মুক্ত বিহঙ্গ, স্টার ক্লাব, বিসিআইসি ক্রীড়া সংসদ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, রাফা ক্রিকেট ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব (জুনিয়র), কে এম স্পোর্টিং ক্লাব, অছি ক্লাব, শতাব্দী গোষ্ঠী, কল্লোল সংঘ গ্রীণ, চট্টগ্রাম রাইফেল ক্লাব, পাইরেট্স অব চিটাগং।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও স্পন্সর প্রতিষ্ঠান আমিন এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো: দিদারুল আলম।  

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, সাইফুল্লাহ চৌধুরী, মো. এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ