ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে রম্য বিতর্ক

প্রাঞ্জল উপস্থাপনায় প্রাণ পেল আঞ্চলিক ভাষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
প্রাঞ্জল উপস্থাপনায় প্রাণ পেল আঞ্চলিক ভাষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পুরান ঢাকা, সিলেট এবং রংপুরের আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিতার্কিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) মাতৃভাষায় যুক্তিতর্কের এ আয়োজন করেছে।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চবির বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।  

সিইউডিএস এর মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ-উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল হক, অধ্যাপক হানিফ সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ব্যতিক্রমী আয়োজনগুলোর মধ্যে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা ছিলো অন্যতম। এছাড়া যুক্তিনির্ভর উপস্থিত বক্তৃতা এবং আদিবাসী ভাষা ও সাংস্কৃতিক পরিচয় পর্ব ছিলো এ আয়োজনের অন্যতম আকর্ষণ।  

চবি উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, ভাষা দিবসের প্রতিজ্ঞা হোক শুদ্ধ মাতৃভাষার চর্চা। মাতৃভাষার জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের এক গর্বিত ইতিহাস রয়েছে। অন্য ভাষা চর্চা করতে গিয়ে বাংলাকে যেন অবজ্ঞা না করা হয়। বিশেষ করে অন্যান্য ভাষার প্রতিও সমান শ্রদ্ধা রাখতে হবে। ভাষার এ মূল্যবোধ সৃষ্টিতে সিইউডিএসের এ আয়োজন প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।