ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক একাদশ ও সন্দ্বীপ ক্রিকেট একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়।

টসে জয়লাভ করে চট্টগ্রাম সাংবাদিক একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে।

জবাবে সফররত সন্দ্বীপ একাদশ ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ৫ উইকেটে ১৩৮ করে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের মাঝে ট্রফি তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

এসময় বক্তব্য দেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবু, মোহাম্মদ ফারুক, চ্যানেল আই সন্দ্বীপ প্রতিনিধি মোহাম্মদ শাকিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাইমন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ