ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও সাংস্কৃতিক ইন্সটিটিউটের উদ্যোগে চিত্রাঙ্কন ও সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও সাংস্কৃতিক ইন্সটিটিউটের উদ্যোগে চিত্রাঙ্কন ও সভা

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও সাংস্কৃতিক ইন্সটিটিউট।

এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে বড় উঠান হামিদ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে বড় উঠান হামিদ আলী খান প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভাষা সৈনিক ডা. কামাল এ খান, সাইফুদ্দিন খান ও ডা. মাহমুদ এ খান এর স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং মাতৃভাষার সম্মান রক্ষা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুষ্পমাল্য অর্পণের পর বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ছবি এঁকে শহীদ ও ভাষা সৈনিকদের স্মরণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিচালক সিনিয়র সাংবাদিক সুমি খান।
আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি দে, শিল্পী গৌতম পাল, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য, প্রধান শিক্ষক মনিকা দে, সাবিনা ইয়াসমিন, ইপা বিশ্বাস প্রমুখ।

সুমি খান তাঁর বক্তব্যে বলেন, মাতৃভাষার জন্য যারা লড়াই করেছে তাঁরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান । তাদের আত্মত্যাগের ফলে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাঁরা দেশ ও জাতির জন্য যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন মনে রাখবে।  

সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার মৌলভী ফজলুর রহমান খানের অবদান স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।