ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
চান্দগাঁওয়ে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী চার পরিবারকে উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ৬ শতক জামি।  
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, জালাল নামের এক ব্যবসায়ী ওই জায়গায় টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোন সাড়া দেয়নি।

সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, যেকোন অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশেই আজকের এ অভিযান।

অভিযানে সরকারের ৬ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।  

চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ 
বিই/টিসি
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।