ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার নন্দীর হাটের ধোপার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম শেখ বাগেরহাট জেলার কামদা পাড়ার লেদু শেখের ছেলে। তিনি থাকতেন হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায়।

রাউজান হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ডালিম হোসেন বাংলানিউজকে জানান, ভোর ৬টার দিকে ধোপার দিঘির পাড় এলাকায় নিজের ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।