ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ চারজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
অস্ত্রসহ চারজন গ্রেফতার ...

চট্টগ্রাম: লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশে তৈরি এলজি, ৯১ রাউন্ড রিভলবারের গুলি, ২৩ রাউন্ড কার্তুজ ও  পিস্তলের গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১ মার্চ) দিবাগত রাতে নাথ পাড়ায় ডা. এস.কে নাথের মাটির ঘরের দ্বিতীয় তলার মাচার ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার মৃত সুনীল কুমার নাথের ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও  রাজিব নাথ (৩০), নগরের পশ্চিম ষোলশহর নাজির পাড়ার মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল রিটা বড় বাড়ির মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মল্লিক ছোবহান নাথ পাড়াস্থ ডা. এস.কে নাথের মাটির বসতঘরের দ্বিতীয় তলার মাচার ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রাখার দায়ে বিশ্বজিৎ, রাজিব, অভিরাম ও শংকরকে গ্রেফতার করা হয়েছে।  

তিনি আরও জানান, কয়েকদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তেজনার প্রেক্ষিতে প্রতিবেশী তপন নাথের পরিবারের ওপর হামলা করার জন্য পলাতক আসামিরা জব্দকৃত অস্ত্র-গুলি মজুদ করে রাখে  বলে জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।