ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৫, মার্চ ৪, ২০২৩
রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে।  

শনিবার (৪ মার্চ) রাতে ওই রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা টেরীবাজারের মনসুর রয়েছেন। গত ১৬ মে জামায়াতের গোপন মিটিংকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজ করছে। এছাড়াও আটকদের মধ্যে জামায়াতের জাহাঙ্গীরও রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।