ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৌঁছে অনুশীলনে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
চট্টগ্রামে পৌঁছে অনুশীলনে সাকিব ...

চট্টগ্রাম: চট্টগ্রামে পৌঁছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তামিম ইকবাল।

রোববার (০৫ মার্চ) সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছানোর এক ঘণ্টা পর সকাল ১০টায় তিনি অনুশীলনে যোগ দেন। এর আগে শনিবার (৪ মার্চ) চট্টগ্রামে এসে পৌঁছায় পুরো দল।

সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুইদিন বিরতির পর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

রোববার উইকেট দেখার সময় সাকিবকে ডাকেন অধিনায়ক তামিম। এসময় তামিমের কাছে এগিয়ে আসেন তিনি। চলে আসেন টাইগারদের হেড কোচ চণ্ডিকা হাথরুসিংহে। তিনজনের মাঝে চলে আলোচনা।  

এক ম্যাচ বাকি থাকতেই দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ দল।  

এ দুই ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম ২০০ এবং সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিবির দেওয়া টিকিটের মূল্য তালিকা অনুসারে, গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ ১ হাজার ৫০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার, ক্লাব হাউজ ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০ ও ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা। রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাগরিকা বিটাক মোড়ে স্থাপিত কাউন্টার ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম চত্বরের কাউন্টার থেকে টিকিট ছাড়া হয়েছে। এছাড়া ম্যাচের দিন সকালেও উভয় কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।