ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফজলুল হক চেয়ারম্যানের কবরে যুবলীগ সভাপতি রাশেদের শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ফজলুল হক চেয়ারম্যানের কবরে যুবলীগ সভাপতি রাশেদের শ্রদ্ধা  ...

চট্টগ্রাম: ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা এ কে ফজলুল হক চেয়ারম্যানের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

রোববার (৫ মার্চ) রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে‘বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক সার্বজনীন কবরস্থানে’মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জেয়ারত ও মোনাজাত করা হয়।

যুবলীগ সভাপতি আমৃত্যু বঙ্গবন্ধু ও দেশের তরে তাঁর বড় মামা এ কে ফজলুল হকের নিজেকে উজাড় করে দেওয়ার উদাহরণ উল্লেখ করে বলেন, সেই সময় রাজনীতি গুণগতভাবে সমৃদ্ধ ছিলো। শুদ্ধ রাজনীতি চর্চার জন্য এ.কে ফজলুল হকের মতো কীর্তিমান রাজনীতিকদের জীবনাদর্শকে পাথেয় করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসময় একই কবরস্থানে শায়িত যুবলীগ সভাপতির নানা শেরে বাংলা এ কে ফজলুল হকের ঋণ সালিশি বোর্ডের সদস্য, উত্তর চট্টগ্রামের ‘শিক্ষক-রবি’ খ্যাত আধ্যাত্মিক সাধক হযরত আলহাজ ওছমান আলী মাস্টার (রহ.) প্রকাশ-বড়মাস্টারসহ অন্য মুরুব্বিদের কবরও জেয়ারত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মোস্তফা, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ তালুকদার, আওয়ামী লীগ নেতা এমরান, যুবলীগ নেতা সোহেল তালুকদার, আবু জাহেদ, আবু হেনা ছিদ্দীকি, রায়হান মাহমুদ, নুরুল আবছার, সাহাব উদ্দিন, স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা আরিফুল ইসলাম, তরুণ কবি ইফতেখার হোসেন ইফতিসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।