ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩২ লাখ টাকায় তিনতলা ভবন উপহার দিলেন মনজুর আলম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
৩২ লাখ টাকায় তিনতলা ভবন উপহার দিলেন মনজুর আলম

চট্টগ্রাম: ৩২ লাখ টাকা ব্যয়ে ০২১৮ শতাংশ ভিটি জমির ওপর ১ ইউনিটের ৩ তলা ভবন। প্রতিটি পরিবারের জন্য ২টি বেড রুমসহ কিচেন, ড্রইং রুম ও বাথরুম।

নগরের উত্তর আগ্রাবাদের মনসুরাবাদে নজির ভিলা নামের এ ভবনের উপকারভোগী ৩টি পরিবার হলেন মরহুম নজীর আহম্মদের ছেলে মো. ইউসুফ, মো. আবদুল মালেক ও কন্যা মোছাম্মৎ শিরীন আকতার।

মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সমাজসেবক এম মনজুর আলম রোববার (৫ মার্চ) সকালে এ ভবনের ফলক উন্মোচন, দলিল ও চাবি হস্তান্তর করেন।

সাবেক মেয়র এম মনজুর আলমের পৈতৃক স্মৃতি রক্ষার্থে আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে আশ্রয়ণ প্রকল্পের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।  

ভবন উদ্বোধনকালে এম মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের অনুসরণে আমরা গৃহহীনদের মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করেছি। ইতিমধ্যে এ প্রকল্পের অধীনে বহু গৃহহীনকে গৃহ নির্মাণ করে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা আশা করি সমাজের বিত্তশালীরা বঙ্গবন্ধুর স্বপ্ন ও জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম অনুসরণ করলে গৃহহীন ও অসচ্ছল মানুষ উপকৃত হবে।  

তিনি বলেন, নিকট আত্মীয় স্বজন গৃহহীন থাকলে তাদের জন্য ঘর করে দেওয়া ইমানি দায়িত্বের আওতায় পরে। আমাদের সব সেবা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নিবেদিত।  

এ সময় উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাদি, সাগির আহম্মদ ও বাদশা আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আবদুল জলিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাসেদুল আলম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।