ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে বাস উল্টে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ইপিজেডে বাস উল্টে নিহত ৩

চট্টগ্রাম: ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) রাত ৯টার দিকে মেঘনা তেল ট্যাংক লোডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তিনজন হলেন- রেলকর্মী আজিজুল হক (৩০) এবং যাত্রী দুজন আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)।

রেলওয়ে ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, হঠাৎ একটি বাস আমাদের পয়েন্টস ম্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই আমাদের পয়েন্টস ম্যান মারা যান। এছাড়াও বাস উল্টে আরও দুইজন মারা গেছে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।