ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ইপিজেডে ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি চলন্ত রেলইঞ্জিনকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে৷ 

সোমবার (৬ মার্চ) রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ তারেক ইমরানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ তারেক ইমরান বাংলানিউজকে বলেন, ইপিজেড এলাকায় ইঞ্জিনের সঙ্গে বাসের ধাক্কায় ট্রেনের পয়েন্টস ম্যানসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমরা তদন্তের কাজ শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩ 

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।