ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারত ও বাংলাদেশ নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে: ডা. রাজীব রঞ্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ভারত ও বাংলাদেশ নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে: ডা. রাজীব রঞ্জন

চট্টগ্রাম: আন্তর্জাতিক নারী দিবস উপযাপন করেছে চট্টগ্রামের ভারতের সহকারী হাইকমিশন।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় খুলশীর একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

মিডিয়া, ব্যবসা, একাডেমিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ২৫ জনের বেশি নারী নেত্রী এই অনুষ্ঠানে তাদের সাফল্যের গল্প শেয়ার করেন।

সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার স্বাগত বক্তব্যে লিঙ্গ সমতার গুরুত্ব এবং বিশ্বকে আরও ন্যায্য, শান্তিপূর্ণ এবং মুক্ত স্থান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ই নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এখনও অনেক পথ যেতে হবে।  

অনুষ্ঠানে উপস্থিত নারী নেত্রীদের তিনি সমাজের অনুপ্রেরণাদায়ী রোল মডেল হিসেবে অভিহিত করেন।

এ সময় বক্তব্য দেন উইমেনস চেম্বার অব কমার্সের সহ সভাপতি মুনাল মাহবুব, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক শাহেলা আবেদিন রিমা, সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান রুনা আনসারী, চট্টগ্রাম গ্রামার স্কুলের প্রধান মাহিন খান, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি, সঙ্গীত ভবন থেকে কাবেরী সেনগুপ্তা, ওডিসি এবং টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার থেকে প্রমা আবন্তি, অভ্যুদয় কালচারাল অর্গানাইজেশনের শ্রেয়োশী রায় এবং ওরিয়েন্টাল ডান্স গ্রুপের শুভ্রা সেনগুপ্তা।  

অনুষ্ঠানে তাদের সাফল্যের গল্প এবং এই যাত্রায় তারা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল তা শেয়ার করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।