ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘স্বাধীনতার স্বপ্ন সফল করেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
‘স্বাধীনতার স্বপ্ন সফল করেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’ ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান।  

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, এমএ ইন ইংলিশ এর কো-অর্ডিনেটর মো. আজিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে এই দেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় লাভ করে করেছে। সোনার বাংলাদেশের স্থপতির কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উন্নত দেশে পরিণত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে তা বাস্তবায়ন করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একসাথে কাজ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।