ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মেয়েদের আবদার রক্ষায় অল্প মাংস কিনেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
‘মেয়েদের আবদার রক্ষায় অল্প মাংস কিনেছি’ ...

চট্টগ্রাম: রমজান শুরু হওয়ার আগেই নগরের মাছ-মাংসের বাজারে দামে লেগেছে আগুন। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে।

তবে এখনও তেমন বাড়েনি সবজির দাম।

চকবাজার ও বহদ্দারহাট সবজির বাজারে আলু ২০-২২ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, বেগুন ২৫-৩৫ টাকা, মিষ্টিকুমড়া ৩০-৩৫, টাকা, টমেটো ২০-২৫ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা ২৫-৩৫ টাকা, শিম ৩৫-৪৫ টাকা, গাজর ২০-২৫ টাকা, মুলা ১৫-১৮ টাকা, লাউ ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, দেশি মুরগি ৫৩০ থেকে ৫৫০ টাকা, হাড়ছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, হাড়সহ গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।  

মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪৫ টাকা। মাছের বাজারে আকারভেদে রুই ২৫০ থেকে ৩০০ টাকা, কাতলা ২৩০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ২৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ থেকে ৭৫০ টাকা, পোয়া মাছ ১৯০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

চকবাজারের বাসিন্দা গার্মেন্ট শ্রমিক রেজওয়ানা মুক্তা মাংসের বাজারে এসেছিলেন। দুই কন্যার জন্য ২৫০ গ্রাম গরুর মাংস কিনেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ‘বেতনের টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আধাকেজি মাংস কিনলে পুরো মাস কষ্টে যাবে। মেয়েদের আবদার রক্ষায় অল্প মাংস কিনেছি’।
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।