ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছয় ঘণ্টায়ও তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আসেনি, ব্যাপক ক্ষতির আশঙ্কা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ছয় ঘণ্টায়ও তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আসেনি, ব্যাপক ক্ষতির আশঙ্কা 

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসন কনটেইনার ডিপোর বাইরে একটি তুলার গুদামে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যদের স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।

উৎসুক জনতা সেখানে ভিড় করছেন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

শনিবার (১১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম সদর দপ্তরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসন কনটেইনার ডিপোর বাইরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সীতাকুণ্ড ও কুমিরাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আরও ইউনিট যুক্ত করা হয়। সকাল পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, তুলার গুদামে আগুন লেগেছে, সেটি ইউনিটেক্স লিমিটেড ব্যবহার করে। বান্ডিল আকারে সেখানে তুলা রাখা ছিল। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আশপাশে পানির উৎস নেই বলে আগুন নেভাতে দেরি হচ্ছে। তুলার আগুন সহজে নেভে না। সে জন্য পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগছে।  

গত ৪ মার্চ বিকেলে একই এলাকার সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৪ জন আহত হয়।  এক সপ্তাহের মাথায় আবার অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।