ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লাইনচ্যুত চট্টগ্রাম মেইল ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
লাইনচ্যুত চট্টগ্রাম মেইল ট্রেন ...

চট্টগ্রাম: কুমিল্লার লাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে চট্টগ্রাম মেইল ট্রেন।  

রোববার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে আসা ছেড়ে আসা এ ট্রেনটি লাঙ্গলকোটে লাইনচ্যুত হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি কুমিল্লার লাঙ্গলকোটে লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রামে সকাল সাড়ে ৭টায় পৌঁছানোর কথা থাকলেও লাইচ্যুত হওয়ার কারণে দেরিতে পৌঁছায়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বাংলানিউজকে বলেন, লাইনচ্যুত বগিটি রেখে ১২টা ৪০ মিনিটে ট্রেন নিয়ে আসা হয় চট্টগ্রাম স্টেশনে। পরে বগিটি উদ্ধার করে লাকসাম স্টেশনে নিয়ে যাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।