ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বৈশ্বিক মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
‘বৈশ্বিক মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’ ...

চট্টগ্রাম: পঞ্চগড়ে  বিএনপি-জামায়াতের প্রত‍্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মীরসরাই উপজেলা যুবলীগ।

এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেল।

 

প্রধান অতিথির বক্তব্যে রুহেল বলেন, ১৪ বছর বাংলাদেশ শান্তি সমৃদ্ধি উন্নয়নের পথে এগিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ২০০১ সালে আমরা দেখেছি কিভাবে তারা দেশে অশান্তি সন্ত্রাস সাম্প্রদায়িকতার রাজত্ব করেছিল।

বিশেষ করে নির্বাচন আসলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিগত ১৪ বছর মিরসরাই ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা। শান্তি বজায় রাখতে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে শেখ হাসিনার শান্তি এবং উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরতে হবে যুবলীগকে। সেটা পারবে স্মার্ট যুবলীগই।  

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ হবে সেজন্য যুবলীগকে স্মার্ট হতে হবে। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সবাই একসঙ্গে কাজ করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বৈশ্বিক মন্দার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দুরদর্শিতায় মীরসরাইতে ৩০ লাখ লোকএর কর্মসংস্থান হতে যাচ্ছে।  

মীরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।