ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের উন্নয়নে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
চট্টগ্রামের উন্নয়নে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে: জেলা প্রশাসক

চট্টগ্রাম: জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, চট্টগ্রামের অনেকগুলো সমস্যার সমাধানে সিটি করপোরেশন আর জেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে৷ পাহাড় কাটা বন্ধে, মশা নিধন, খাল উদ্ধার, আবর্জনামুক্ত ড্রেনেজ সিস্টেম ও ট্রাফিক সিগনালিং এর উন্নয়নসহ বেশ কিছু সমস্যার সমাধানে আমরা সমন্বিতভাবে কাজ করছি।  

সোমবার (১৩ মার্চ) সন্ধায় নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে আয়োজিত পাঁচ শ্রেণিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের পাঁচ কৃতি সন্তানকে 'মেয়র পদক' প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশেষ করে পরিবেশ ও প্রতিবেশ অক্ষুণ্ণ রাখতে পাহাড় কাটা রোধ ও খাল উদ্ধারে মেয়র মহোদয় যেন কাউন্সিলরদের নির্দেশনা দেন। সরকারী খাস জমি উদ্ধার করে মালিকানা ঠিক রেখে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে দৃষ্টিনন্দন পার্ক ও বিভিন্ন খেলার মাঠ করে ব্যবহারযোগ্য করে চট্টগ্রামবাসীর উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করতে চাই।

 

চট্টগ্রাম জেলাকে প্রথম স্মার্ট জেলা হিসেবে বাস্তবায়ন করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের  আলাদা ওয়ার্কশপ করে জেলা প্রশাসনের উদ্যোগে ও নিজস্ব কর্মপরিধির ব্যাপ্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহোযোগিতার আহবান জানান জেলা প্রশাসক ।  

অনুষ্ঠানে পাঁচ মেয়র পদক বিজয়ীরা হলেন যুব আদর্শে ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর নেতৃত্বে কাউন্সিলর মো. মোবারক আলী, নগর স্বেচ্ছাসেবক হিসেবে মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন, নারী নেতৃত্বে ডা. বাসনা রানী মুহুরী, বিশেষ ক্যাটাগরিতে গাউসিয়া কমিটি।  

'মেয়র পদক' অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন৷

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।